Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কি সেবা কিভাবে পাবেন

উপজেলা নির্বাচন অফিসের সেবা এবং প্রাপ্তি পদ্ধতি

 

ক্রমিক নং

সেবার নাম

প্রাপ্তি পদ্ধতি

০১

নির্বাচন সংক্রান্ত তথ্যাদি

১) জাতীয় ও স্থানীয় পর্যায়ের নির্বাচন সংক্রান্ত তথ্যাদি জানার জন্য সরাসরি উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগের মাধ্যমে।

২) তাছাড়া অনলাইনে নির্বাচন কমিশন সচিবালয়ের নিজস্ব ওয়েবসাইট www.ecs.gov.bd এর মাধ্যমে নির্বাচন সংক্রান্ত তথ্যাদি পাওয়া যাবে।

 

০২

জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত

ক) সংশোধন

খ) হারানো কার্ড উত্তোলন

গ) ভোটার তালিকায় নাম স্থানান্তর

 

ক) জাতীয় পরিচয়পত্র সংশোধন

 ১) জাতীয় পরিচয়পত্র সংশোধন বিষয়ে    

 উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে সংশোধনের বিষয়ে উপযুক্ত প্রমানপত্র, সংশোধনের ফি সহ নির্ধারিত ফরমে নির্বাচন অফিসে আবেদন জমার মাধ্যমে।

অথবা অনলাইনে আবেদনের মাধ্যমে

খ) হারানো আইডি কার্ড উত্তোলনের জন্য জাতীয় পরিচয়পত্র/ভোটার নম্বর উল্লেখপূর্বক থানার জিডি’র কপি, ফি সহ নির্ধারিত ফরমে নির্বাচন অফিসে আবেদন জমার মাধ্যমে অথবা অনলাইনে আবেদনের মাধ্যমে

গ) ভোটার তালিকায় নাম স্থানান্তরের জন্য স্থানান্তরের পক্ষে স্থায়ী ঠিকানার সমর্থনে নাগরিকত্ব সনদ, নিজনামে অথবা পরিবারের প্রধানের নামে চৌকিদারী ট্যাক্স/পৌরকর রশিদ,স্বামীর আইডি কার্ডের ফটোকপি এবং স্থানান্তরের কারন উল্লেখ পূর্বক ভোটার স্থানান্তরযোগ্য মর্মে মেয়র/চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র সহ স্থানান্তর ফরম-১৩ পুরন করে উপজেলা নির্বাচন অফিসে জমার মাধ্যমে ।

 ঘ) অনলাইনে নতুন ভোটার এর জন্য আাবেদন

উল্লেখ্য যে, সংশোধন, হারানো এবং ভোটার স্থানান্তরের আবেদন ফরম উপজেলা অফিস অথবা

অনলাইনের মাধ্যমে সংগ্রহ করা যাবে।

০৩

ভোটার তালিকার তথ্য দেখা

ভোটার তালিকার তথ্যাদিসহ ভোটার নম্বর দেখার জন্য সরাসরি উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে

 

অনলাইনে সংশ্লিষ্ট আবেদনকারীর নামে রেজিস্ট্রেশন করে ও ভোটার তালিকার তথ্যাদি জানা যাবে